Posts

Showing posts from 2018

Quotes

Image
Sometimes a GOOD FATHER can not be a Good Friend , but if a HUSBAND tries to try, he should be A good FRIEND , a good HUSBAND , and a good FATHER

বিরোহিত আমি

Image
বিরোহিত আমি   মন যে কেন উতলা, আজ  তোমাকেই পেতে চায়।   তোমার থেকে দূরে যেতে তাই  মনটা আমার ভয় পায়।   সব কষ্ট বুকে রেখে  কাজ করে যেতে হয়।   জীবনের যা চাওয়া-পাওয়া  চাইলেই কি পূর্ণ হয়।   তোকে ছাড়া একা একা  দিন যে আর কাটে না।   চায় মন তোকে অনেক কাছে  তবু কাছে আর পায় না।   কত রাত জেগে শুয়ে এক এক  রাত কেটে ভোর বিছানাতে।   সকালে উঠে আবার সেই কাজ  তবু নতুন একটা আসা মনেতে।

শুভ হোলি 2

Image
শুভ হোলি এত বছর কাটিয়ে আজ আমি  অনেক ঝড় ঝাপটায়।  মনের দরজা বন্ধ আজ হয়েছে তার, প্রতি গর্ব আর ভালোবাসায়।  কাছে নেই, তবু যেন সে  সর্বক্ষণ  আমার অনুভবে আছে।   নেই তার স্পর্শ, তার নিঃশ্বাস নেই  আছে  তার উষ্ণ অনুভূতি আসে-পাশে।   তবুও আমরা আজ অনেকটা  সুখী নিজেদের সাথে।   আনন্দিত নিজেদের ভালোবাসায়, একে  অপরের বোঝা-পরার মাঝে।  হোলির দিনে আজ যেন  ভালোবাসার রঙটা সম্পূর্ণ।   তার সঙ্গ পেয়ে আমি আজ  আমার জীবনে পরিপূর্ণ।   সাথে থেকো, পাশে থেকো  তুমি এভাবে সারা জীবন।  চাই একটা ছোট্ট মত, তোমার  সাথে বেঁচে থাকার জীবন।  

শুভ হোলি

Image
শুভ হোলি  আজকে হোলির শুভক্ষণে  অন্ধকারে ঢেকেছে এ মনটা।   সে যে নেই কাছে এখন, খুবই  দরকার তার উপস্থিতিটা।   আজ আবির যেন কতই  ফ্যাকাশে রঙ ধারণ করেছে।   আমার মনটাকে আনমনা করে  সব রসটুকু নিগড়ে নিয়েছে।   সে যে জানে এখন তার উপস্থিতিটা  আমার মুখের হাসি।   সেই নিস্কলঙ্ক চোখের মধ্যে আছে  লুকিয়ে আমার মনের খুশি। আবির আছে, রঙও আছে, শুধু  রঙ নেই যেন আমার মনে।   এই নির্বাক মনটা যেন সাড়া  পায় না মিজের প্রাণে।  

তোমাকে কাছে পেয়ে

Image
তোমাকে কাছে পেয়ে   এ হৃদয়ে তুমিই আছো আজ  আছে শুধু তোমারই ছোঁয়া।  পেয়েছি কষ্ট সবার থেকে, কখনও  সফল হয়নি চাওয়া-পাওয়া।   মনের মাঝে জমা আছে  অনেক কিছুর ব্যাথা।   কষ্টের দিনে মনে পড়ে যায়  তোমার একটু কাছে আসা।   তোমার ভালোবাসা আমার কাছে  এসেও যেন হারিয়ে যায়।   মনের জমা স্বপ্নগুলো সত্যি  হয়েও না হয়েই রয়ে যায়।   মনের পাখি শুধুই ডাকে  তোমার নামটা তার সুরে।   ডাকের শেষে স্বপ্ন ভেঙে  তুমি যেন কতই দূরে।   মন চায় তোমার একটু স্পর্শ আমার, এই অশরীরি মনের মাঝে।  নিঃসঙ্গতা গুমড়ে মারে আমাকে  রাতের একাকী বিছানার মাঝে।  

শুভ জন্মদিন

Image
শুভ জন্মদিন  হঠাৎ করে জন্মে গেলো  ছোট্ট একটা প্রান।   চোখ ফুটতেই বললো যেন  ফিরে পেলাম জান।   মায়ের মধ্যে একটু করে  বেড়ে উঠলাম আমি।   অনেক দিনে বললো মা  সোনা,  এবার বেরিয়ে এসো তুমি।   মা'কে আমি অনেক জ্বালিয়ে  দেখলাম পৃথিবীর আলো।   জন্মে আমি বুঝতে পারলাম  মা যে আমার কত ভালো।   সেদিন থেকে একটু করে  আজকের বড়ো হয়ে ওঠা।   আজ যেন আমি এক নারী  সেদিনের সেই ছোট্ট মেয়েটা।   আমার ভালোলাগার মাঝে  অনেক এসেছে মানুষ।   তবুও যেন একটি মানুষের অবদানে  আজ আমি এক পরিণত মানুষ।   ভালোলাগা গুলো যেন এখনকার  সব একটা Infatuation . But I think that  is not my mind's Satisfaction.

একটি বিশেষ দিন

Image
একটি বিশেষ দিন   অনেক দিনের আশায় যেন  নানান রঙ এ বুক বেঁধে।   সেদিন ভোরের সূর্যের সাথে  এলে তুমি আমার কাছে।   শীতল শরীরে উষ্ণ প্রেমের ছোঁয়া  যেন আকাশের মেঘে ঢাকা তারা।   অনেক বিপ্লব করে মন শুনলো  দুটো শরীরের খেলা।  বিছানাটা ভীষণ চেনা যদিও, তুমি ছিলে আমার পাশে।  দুজনের দুটি মন ছিল  আমাদের তখনকার সহবাসে।   প্রেমটা ছিল প্রচুর পরিমানে  সেই দুজোড়া ঠোটে।   তোমার ঠোট দুটো মিললো  যেন, এসে আমার বুকে।  

তোর ঠোটঁ

Image
তোর ঠোটঁ   ঠোটের মাঝে জমা যেন  সারাদিনের ক্লান্তি।   দুটি দেহ এক হলে  আসবে দেহে শান্তি।   তোর কথা বলাও তো  ওই দুটি ঠোটের থেকে।   আমি যেন মুগ্ধ একপ্রকার  তোর ওই অসাধারণ ব্যবহারে।  

ক্ষনিকের তুমি

Image
ক্ষনিকের তুমি  আজকের চাওয়াটা যেন  হঠাৎ করে চলে আসা।   তাই তো কাছে যাওয়া  পেতে তোমার ভালোবাসা।   চিনলাম তোমায় নতুন করে  আমাদের ক্ষনিকের সহবাসে।   কি সুন্দর একটা হাসি ছিল  তোমার মিষ্টি ঠোটের পাশে।

যৌনতা 2

Image
যৌনতা  শরীর চায় তার যৌন উষ্ণতা  নিজের মনে ধরে রাখতে।   কিনতু আমরা কি চাই জানো? দুজনে দুজনের বুকে থাকতে।   তোমার শরীর চাইছিলো যেন আমার  কাছ থেকে আরও কাছে আসতে।   দুটো শরীরের মৌনতা চাইছিল  একটা যৌনতায় লিপ্ত হতে।  

যৌনতা

Image
যৌনতা   শরীরের যৌনতা যেন হার মানে  মনের আগোছালো মৌনতার কাছে।  একটা  অদভূত আকর্ষণ আছে  তোমার ওই উষ্ণ নিঃশ্বাসে।   তবে, মৌনতা কাটানো যায়  দুঃখ-আনন্দের সাথে।   যৌনতা কাটানো যায়  না  একটা ছেলে-মেয়ের মাঝে।  

অজানা লক্ষ্য

Image
অজানা লক্ষ্য   যদি, হতাম আমরা পাখি  খড়কুটো দিয়ে বাঁধতাম বাসা।   যদি আমরা হতাম কপোত কপোতি  ভালোবাসা দিয়ে বাঁধতাম বাসা।   উড়ে বেড়াতাম খোলা আকাশে  দুই ডানা মেলে। বাসায় ফিরে দিনের শেষে  মিলতাম দুজনের ঠোটে।   

শরীর লাগোয়া মনটা

শরীর লাগোয়া মনটা শরীর লাগোয়া ছিলাম তোমার, ওই দুটো হাতের মাঝে।   কোনো গন্ধ পেলে কি তুমি  আমার এই বুকের মাঝে।   সারাটা শরীর জুড়ে, তোমার  মিষ্টি  একটা গন্ধ তোমার।   মনটা আমার মুক্তি পেলো  ওই আদর পেয়ে তোমার।  

ओह Woh

Image
ओह ओह लमहे केया जिसमे  तेरा साथ ना हो।  वोह तनहायी केया जिसमे  तेरा इयादे ना हो।   तू साथ है तो मेरी  खुशियाँ साथ है।   तेरा वोह बदनका खुसबू  मुझे खामोस कर देता है।

তুমি বলো

Image
তুমি বলো   মোরে বলো তুমি  ওগো আমার কিছু  আর পাওয়ার নেই।  জানি তুমি ছিলে মোর ভাবনাতে  জানি তুমি ছিলে মোর ভাবনাতে সেই মনের কথা এসে  বলে গেলেই।                                                              -  a incomplete song

এলে তুমি

Image
এলে তুমি  এলে তুমি হৃদয়ে আমার এক আলাদা অনুভূতির সাথে।  জীবনের হারিয়ে যাওয়া চোরাগলি  থেকে নিয়ে এলে আমায় রাজপথে।   আসলে জোনাকি হয়ে তুমি  ঘুম না পাওয়া গভীর রাতে।  ভালো না লাগার দিনে তুমি স্পর্শ  করলে আমায় ভালোবাসার ইঙ্গিতে।

তুমি যে আমার

তুমি যে আমার তুমি যে আমার মধ্য রাতের  আলো ভরা, জোনাকি। তোমারই  মধ্যে আমি  স্ব প্ন সুখের সন্ধানী।  আমার  ক্লান্ত দুপুরের  বেলার আরাম তুমি।  বিকেলের ফুরফুরে হাওয়ার  সাথে গরম চায়ে চুমুক তুমি।  

প্রেম যেন

প্রেম যেন প্রেম যেন হঠাৎ পেয়ে যাওয়া টাকার মতো  ঠোটের ফাঁকের একটু হাসি।  প্রেম যেন ঘুম না আসা রাতের  আলগা আবেগে ভাসি।  প্রেম যেন একটা চোখের ক্ষিদে  ভরা পেটের ফলাহারে।  প্রেম যেন পরকীয়া, অন্যের সহবাসে  যেখানে মন নেই শুধু শরীর ভাসে।   

যেদিন আমি হারিয়ে যাবো

যেদিন  আমি  হারিয়ে যাবো   হারিয়ে যদি যাই আমি  খুঁজো আমায় বোনে।  চোখের জলে পথ ভেজালে,  আমায়, পাবে কেমন করে।  সেদিন থেকে খুঁজে পাবে  আমায় তোমার মনে।  দেখতে আমায়  পাবে না কো কিন্তু, দেখবো আমি তোমাকে মন ভরে।  

দুঃখ

দুঃখ দুঃখ আছে আমার মনে  বলবো আমি কেমন করে।  বলার সময় পাই না পাশে  মিটবে দুঃখ কেমন করে।  

ঘুম না আসা রাতে

ঘুম না আসা রাতে   আজকের রাতের সাথী হলি না তুই হল সেই আমার গান। আজ বিছানায় সহবাসে ছিলি না তুই আজও সাথী ছিল আমার গান। তুই যে নেই আজ পাশে, তবু কেন তোর অনুভবটা জ্বালাচ্ছে আমাকে। তোর স্পর্শ নেই এখন আর, তাও যেন তোর গায়ের গন্ধটা জ্বালাচ্ছে আমাকে।