বন্ধুত্বের বৃষ্টি
বৃষ্টির একটা ফোটায় ভেসে
তোমার ওই হাসি ভরা মুখটা
অনুভব করতে পারি শ্রাবনের ধারায়
তোমার চাওয়া পাওয়ার মুহূর্তটা
বৃষ্টির একটা ফোঁটা যেন হঠাৎ করে
মনে পড়ে কিছু হারানো স্মৃতি |
নয় কোনো জমানো মনের রাগ
হতেও পারে তোমার উপর অভিমানের স্মৃতি।
By Riyashi

Comments
Post a Comment