প্রেম যেন
প্রেম যেন প্রেম যেন হঠাৎ পেয়ে যাওয়া টাকার মতো ঠোটের ফাঁকের একটু হাসি। প্রেম যেন ঘুম না আসা রাতের আলগা আবেগে ভাসি। প্রেম যেন একটা চোখের ক্ষিদে ভরা পেটের ফলাহারে। প্রেম যেন পরকীয়া, অন্যের সহবাসে যেখানে মন নেই শুধু শরীর ভাসে।