Posts

Showing posts with the label papa

প্রিয় বাবা / My Magical Human

Image
তুমি তো সব জায়গায় আছো  তুমি আছো মোর হৃদয়ে অন্তরে আছো তুমি আশার  প্রদ্বীপ জ্বালিয়ে মনে হয় তুমি সাথে আছো সব চেনা জায়গাতে অনুভব হয় কখনও  তোমাকে আর না পাওয়া দেখতে ডাকবে না কেউ আর  রাত্রে খেতে যাবার জন্য কেউ বলবে না পড়ার কথা বকবে না ফাকি মারার জন্য অভাব থেকে যাবে তোমাকে  আর দেখতে না পাওয়ার  আছো তুমি আমার পাশে  অভাব হয় তোমাকে না জড়ানোর