প্রিয় বাবা / My Magical Human



তুমি তো সব জায়গায় আছো 
তুমি আছো মোর হৃদয়ে
অন্তরে আছো তুমি
আশার  প্রদ্বীপ জ্বালিয়ে


মনে হয় তুমি সাথে আছো
সব চেনা জায়গাতে
অনুভব হয় কখনও 
তোমাকে আর না পাওয়া দেখতে


ডাকবে না কেউ আর 
রাত্রে খেতে যাবার জন্য
কেউ বলবে না পড়ার কথা
বকবে না ফাকি মারার জন্য


অভাব থেকে যাবে তোমাকে 
আর দেখতে না পাওয়ার 
আছো তুমি আমার পাশে 
অভাব হয় তোমাকে না জড়ানোর


Comments

Popular posts from this blog

I'm in Love Now

Welcome to Rishitation

Good Night Message