Posts

Showing posts with the label loving message

তু্ই

চাই না আমি টাকা পয়সা চাই শুধু সঙ্গ   তোর| এ জীবনের প্রথম প্রেম তু্ই হতে চাইও একমাত্র তোর|

এই তুমি

Image
 প্রথম থেকেই মনে রেখে ছিলে তুমি এই ভাবে কত দিনই বা চলবে আমার বাবার কড়াকড়ি কে জানে কত দিন কত বছরই বাহ্ মানতে হবে সেই ভাবেই চোদ্দটা বছর  গেলো  কেটে  মাঝে মাঝে মনে হয় এই তো দেখা হলো তার সাথে By Riyashi follow for more on the link below https://www.facebook.com/riyashi?mibextid=ZbWKwL

তোমাকে কাছে পেয়ে

Image
তোমাকে কাছে পেয়ে   এ হৃদয়ে তুমিই আছো আজ  আছে শুধু তোমারই ছোঁয়া।  পেয়েছি কষ্ট সবার থেকে, কখনও  সফল হয়নি চাওয়া-পাওয়া।   মনের মাঝে জমা আছে  অনেক কিছুর ব্যাথা।   কষ্টের দিনে মনে পড়ে যায়  তোমার একটু কাছে আসা।   তোমার ভালোবাসা আমার কাছে  এসেও যেন হারিয়ে যায়।   মনের জমা স্বপ্নগুলো সত্যি  হয়েও না হয়েই রয়ে যায়।   মনের পাখি শুধুই ডাকে  তোমার নামটা তার সুরে।   ডাকের শেষে স্বপ্ন ভেঙে  তুমি যেন কতই দূরে।   মন চায় তোমার একটু স্পর্শ আমার, এই অশরীরি মনের মাঝে।  নিঃসঙ্গতা গুমড়ে মারে আমাকে  রাতের একাকী বিছানার মাঝে।  

একটি বিশেষ দিন

Image
একটি বিশেষ দিন   অনেক দিনের আশায় যেন  নানান রঙ এ বুক বেঁধে।   সেদিন ভোরের সূর্যের সাথে  এলে তুমি আমার কাছে।   শীতল শরীরে উষ্ণ প্রেমের ছোঁয়া  যেন আকাশের মেঘে ঢাকা তারা।   অনেক বিপ্লব করে মন শুনলো  দুটো শরীরের খেলা।  বিছানাটা ভীষণ চেনা যদিও, তুমি ছিলে আমার পাশে।  দুজনের দুটি মন ছিল  আমাদের তখনকার সহবাসে।   প্রেমটা ছিল প্রচুর পরিমানে  সেই দুজোড়া ঠোটে।   তোমার ঠোট দুটো মিললো  যেন, এসে আমার বুকে।  

তোর ঠোটঁ

Image
তোর ঠোটঁ   ঠোটের মাঝে জমা যেন  সারাদিনের ক্লান্তি।   দুটি দেহ এক হলে  আসবে দেহে শান্তি।   তোর কথা বলাও তো  ওই দুটি ঠোটের থেকে।   আমি যেন মুগ্ধ একপ্রকার  তোর ওই অসাধারণ ব্যবহারে।  

ক্ষনিকের তুমি

Image
ক্ষনিকের তুমি  আজকের চাওয়াটা যেন  হঠাৎ করে চলে আসা।   তাই তো কাছে যাওয়া  পেতে তোমার ভালোবাসা।   চিনলাম তোমায় নতুন করে  আমাদের ক্ষনিকের সহবাসে।   কি সুন্দর একটা হাসি ছিল  তোমার মিষ্টি ঠোটের পাশে।

যৌনতা 2

Image
যৌনতা  শরীর চায় তার যৌন উষ্ণতা  নিজের মনে ধরে রাখতে।   কিনতু আমরা কি চাই জানো? দুজনে দুজনের বুকে থাকতে।   তোমার শরীর চাইছিলো যেন আমার  কাছ থেকে আরও কাছে আসতে।   দুটো শরীরের মৌনতা চাইছিল  একটা যৌনতায় লিপ্ত হতে।  

যৌনতা

Image
যৌনতা   শরীরের যৌনতা যেন হার মানে  মনের আগোছালো মৌনতার কাছে।  একটা  অদভূত আকর্ষণ আছে  তোমার ওই উষ্ণ নিঃশ্বাসে।   তবে, মৌনতা কাটানো যায়  দুঃখ-আনন্দের সাথে।   যৌনতা কাটানো যায়  না  একটা ছেলে-মেয়ের মাঝে।  

অজানা লক্ষ্য

Image
অজানা লক্ষ্য   যদি, হতাম আমরা পাখি  খড়কুটো দিয়ে বাঁধতাম বাসা।   যদি আমরা হতাম কপোত কপোতি  ভালোবাসা দিয়ে বাঁধতাম বাসা।   উড়ে বেড়াতাম খোলা আকাশে  দুই ডানা মেলে। বাসায় ফিরে দিনের শেষে  মিলতাম দুজনের ঠোটে।   

শরীর লাগোয়া মনটা

শরীর লাগোয়া মনটা শরীর লাগোয়া ছিলাম তোমার, ওই দুটো হাতের মাঝে।   কোনো গন্ধ পেলে কি তুমি  আমার এই বুকের মাঝে।   সারাটা শরীর জুড়ে, তোমার  মিষ্টি  একটা গন্ধ তোমার।   মনটা আমার মুক্তি পেলো  ওই আদর পেয়ে তোমার।  

ओह Woh

Image
ओह ओह लमहे केया जिसमे  तेरा साथ ना हो।  वोह तनहायी केया जिसमे  तेरा इयादे ना हो।   तू साथ है तो मेरी  खुशियाँ साथ है।   तेरा वोह बदनका खुसबू  मुझे खामोस कर देता है।

এলে তুমি

Image
এলে তুমি  এলে তুমি হৃদয়ে আমার এক আলাদা অনুভূতির সাথে।  জীবনের হারিয়ে যাওয়া চোরাগলি  থেকে নিয়ে এলে আমায় রাজপথে।   আসলে জোনাকি হয়ে তুমি  ঘুম না পাওয়া গভীর রাতে।  ভালো না লাগার দিনে তুমি স্পর্শ  করলে আমায় ভালোবাসার ইঙ্গিতে।

দুঃখ

দুঃখ দুঃখ আছে আমার মনে  বলবো আমি কেমন করে।  বলার সময় পাই না পাশে  মিটবে দুঃখ কেমন করে।