Posts

Showing posts with the label sad romantic song

তোমার ভালোবাসায়

Image
  সব কিছু পাওয়ার মাঝে তোমাকে চাওয়া-পাওয়া রইবে তুমি আমার পছন্দে। সে পছন্দ যেন একটা সোনালী সকালের ঊষা উঁকি মারছে আমার মনে।। শুন্য থেকে শূন্যতর এ হেন জীবনটা আমার পড়লো এসে তোমার ছায়ায়। এই মোর বিদীর্ণ হিয়া সব সময় কাছে পায় যেন নিজেকে তোমার ভালোবাসায়।।

তুমি বলো

Image
তুমি বলো   মোরে বলো তুমি  ওগো আমার কিছু  আর পাওয়ার নেই।  জানি তুমি ছিলে মোর ভাবনাতে  জানি তুমি ছিলে মোর ভাবনাতে সেই মনের কথা এসে  বলে গেলেই।                                                              -  a incomplete song