Posts

Showing posts with the label jedin hariye jabo ami

যেদিন আমি হারিয়ে যাবো

যেদিন  আমি  হারিয়ে যাবো   হারিয়ে যদি যাই আমি  খুঁজো আমায় বোনে।  চোখের জলে পথ ভেজালে,  আমায়, পাবে কেমন করে।  সেদিন থেকে খুঁজে পাবে  আমায় তোমার মনে।  দেখতে আমায়  পাবে না কো কিন্তু, দেখবো আমি তোমাকে মন ভরে।