যেদিন আমি হারিয়ে যাবো
যেদিন আমি হারিয়ে যাবো হারিয়ে যদি যাই আমি খুঁজো আমায় বোনে। চোখের জলে পথ ভেজালে, আমায়, পাবে কেমন করে। সেদিন থেকে খুঁজে পাবে আমায় তোমার মনে। দেখতে আমায় পাবে না কো কিন্তু, দেখবো আমি তোমাকে মন ভরে।