তোর মাঝে বাবা-কে খোঁজা | Find Father in You

তোর মাঝে বাবা-কে খোঁজা তোর সাথে break up হওয়া, এ যেন এক অজানা সকাল। চেয়েও তোর কথা শুনতে না পাওয়া আমার মনে এখন ভালো-বাসার আকাল। এ যেন তোর ঘাড়ে চাপিয়ে দেওয়া, এখন বাবাকে তোর-ই মধ্যে খোঁজা। না কি এখন বাবা"র অভাব মেটানোর দ্বায়, দুজনের সম্পর্কের মাঝে এ যেন এক বাড়তি বোঝা।