Posts

Showing posts with the label friendship

বন্ধুত্বের বৃষ্টি

Image
  বৃষ্টির একটা ফোটায় ভেসে  তোমার ওই হাসি ভরা মুখটা  অনুভব করতে পারি শ্রাবনের ধারায়  তোমার চাওয়া পাওয়ার মুহূর্তটা বৃষ্টির একটা ফোঁটা যেন হঠাৎ করে  মনে পড়ে কিছু হারানো স্মৃতি |  নয় কোনো জমানো মনের রাগ  হতেও পারে তোমার উপর অভিমানের স্মৃতি। By Riyashi