Posts

Showing posts with the label তোমাকে কাছে পেয়ে

তোমাকে কাছে পেয়ে

Image
তোমাকে কাছে পেয়ে   এ হৃদয়ে তুমিই আছো আজ  আছে শুধু তোমারই ছোঁয়া।  পেয়েছি কষ্ট সবার থেকে, কখনও  সফল হয়নি চাওয়া-পাওয়া।   মনের মাঝে জমা আছে  অনেক কিছুর ব্যাথা।   কষ্টের দিনে মনে পড়ে যায়  তোমার একটু কাছে আসা।   তোমার ভালোবাসা আমার কাছে  এসেও যেন হারিয়ে যায়।   মনের জমা স্বপ্নগুলো সত্যি  হয়েও না হয়েই রয়ে যায়।   মনের পাখি শুধুই ডাকে  তোমার নামটা তার সুরে।   ডাকের শেষে স্বপ্ন ভেঙে  তুমি যেন কতই দূরে।   মন চায় তোমার একটু স্পর্শ আমার, এই অশরীরি মনের মাঝে।  নিঃসঙ্গতা গুমড়ে মারে আমাকে  রাতের একাকী বিছানার মাঝে।