Posts

Showing posts with the label love

তু্ই

চাই না আমি টাকা পয়সা চাই শুধু সঙ্গ   তোর| এ জীবনের প্রথম প্রেম তু্ই হতে চাইও একমাত্র তোর|

এই তুমি

Image
 প্রথম থেকেই মনে রেখে ছিলে তুমি এই ভাবে কত দিনই বা চলবে আমার বাবার কড়াকড়ি কে জানে কত দিন কত বছরই বাহ্ মানতে হবে সেই ভাবেই চোদ্দটা বছর  গেলো  কেটে  মাঝে মাঝে মনে হয় এই তো দেখা হলো তার সাথে By Riyashi follow for more on the link below https://www.facebook.com/riyashi?mibextid=ZbWKwL

My Love

Image
ভালোবাসা ! সেটা কি ? দেখিনি তো কখনও  তবে অনুভব করেছি তোমার পাশে বসে।  চেষ্টা করেছি তোমার মনে  নিজেকে খোঁজার জন্য  বিফল না হয়ে ঘুরেছি তোমার পাশে বসে।   তবে সফল যে হয়েছি  তা নয়  খালি নিঃস্বার্থ ভাবে, তোমার ভালোবাসা পেয়েছি। এমনও কোনোদিন হয়েছে যে,  তোমার কখনও খুব কাছে গিয়েছি। If you like my writing, then share with friends and loving one!