অজানা লক্ষ্য

অজানা লক্ষ্য যদি, হতাম আমরা পাখি খড়কুটো দিয়ে বাঁধতাম বাসা। যদি আমরা হতাম কপোত কপোতি ভালোবাসা দিয়ে বাঁধতাম বাসা। উড়ে বেড়াতাম খোলা আকাশে দুই ডানা মেলে। বাসায় ফিরে দিনের শেষে মিলতাম দুজনের ঠোটে।