বিরোহিত আমি

বিরোহিত আমি মন যে কেন উতলা, আজ তোমাকেই পেতে চায়। তোমার থেকে দূরে যেতে তাই মনটা আমার ভয় পায়। সব কষ্ট বুকে রেখে কাজ করে যেতে হয়। জীবনের যা চাওয়া-পাওয়া চাইলেই কি পূর্ণ হয়। তোকে ছাড়া একা একা দিন যে আর কাটে না। চায় মন তোকে অনেক কাছে তবু কাছে আর পায় না। কত রাত জেগে শুয়ে এক এক রাত কেটে ভোর বিছানাতে। সকালে উঠে আবার সেই কাজ তবু নতুন একটা আসা মনেতে।