Posts

Showing posts with the label quotes about love and life

তোমার ভালোবাসায়

Image
  সব কিছু পাওয়ার মাঝে তোমাকে চাওয়া-পাওয়া রইবে তুমি আমার পছন্দে। সে পছন্দ যেন একটা সোনালী সকালের ঊষা উঁকি মারছে আমার মনে।। শুন্য থেকে শূন্যতর এ হেন জীবনটা আমার পড়লো এসে তোমার ছায়ায়। এই মোর বিদীর্ণ হিয়া সব সময় কাছে পায় যেন নিজেকে তোমার ভালোবাসায়।।

ভালোবাসায় শূন্য মন The heart of love is empty

Image
ভালোবাসায় শূন্য মন   তুমি এই ভালোবাসো, একলা মনকে আমার গুমরে মারো তাও তুমিই যে সব কিন্ত তাও যে কাছে না টান।  তোমার টানেই বেঁচে আছে আমার দেহে প্রাণ।  এই মনের শূন্যে ভাসে তোমার বেসুরো গান।   আমি নিজের সঙ্গে  নিজেই থাকি একলা।  আমি নিজের সঙ্গে নিজেই কাটাই একলা।   তোমার জেদের মুখোমুখি আমার ইচ্ছার দাম তোমায় জানাই।  সব সময় ওই নিঃশ্বাসেই হালকা প্রেমের সুর এবার পালাই। তোমার গন্ধে নিঃশ্বাসেই যেন  গুমরে কেঁদে যায়।  শুনছে না মন কাঁদছে খালি সে ভীষণ অসহায়।