তোমার ভালোবাসায়

 


সব কিছু পাওয়ার মাঝে
তোমাকে চাওয়া-পাওয়া
রইবে তুমি আমার পছন্দে।

সে পছন্দ যেন একটা
সোনালী সকালের ঊষা
উঁকি মারছে আমার মনে।।

শুন্য থেকে শূন্যতর
এ হেন জীবনটা আমার
পড়লো এসে তোমার ছায়ায়।

এই মোর বিদীর্ণ হিয়া
সব সময় কাছে পায় যেন
নিজেকে তোমার ভালোবাসায়।।




Comments

Popular posts from this blog

আমার পুরুষ

বন্ধুত্বের বৃষ্টি