Posts

Showing posts with the label শুভ হোলি

শুভ হোলি

Image
শুভ হোলি  আজকে হোলির শুভক্ষণে  অন্ধকারে ঢেকেছে এ মনটা।   সে যে নেই কাছে এখন, খুবই  দরকার তার উপস্থিতিটা।   আজ আবির যেন কতই  ফ্যাকাশে রঙ ধারণ করেছে।   আমার মনটাকে আনমনা করে  সব রসটুকু নিগড়ে নিয়েছে।   সে যে জানে এখন তার উপস্থিতিটা  আমার মুখের হাসি।   সেই নিস্কলঙ্ক চোখের মধ্যে আছে  লুকিয়ে আমার মনের খুশি। আবির আছে, রঙও আছে, শুধু  রঙ নেই যেন আমার মনে।   এই নির্বাক মনটা যেন সাড়া  পায় না মিজের প্রাণে।