এলে তুমি

এলে তুমি এলে তুমি হৃদয়ে আমার এক আলাদা অনুভূতির সাথে। জীবনের হারিয়ে যাওয়া চোরাগলি থেকে নিয়ে এলে আমায় রাজপথে। আসলে জোনাকি হয়ে তুমি ঘুম না পাওয়া গভীর রাতে। ভালো না লাগার দিনে তুমি স্পর্শ করলে আমায় ভালোবাসার ইঙ্গিতে।