শুভ জন্মদিন

শুভ জন্মদিন 


হঠাৎ করে জন্মে গেলো 
ছোট্ট একটা প্রান। 

চোখ ফুটতেই বললো যেন 
ফিরে পেলাম জান। 

মায়ের মধ্যে একটু করে 
বেড়ে উঠলাম আমি। 

অনেক দিনে বললো মা সোনা, 
এবার বেরিয়ে এসো তুমি। 

মা'কে আমি অনেক জ্বালিয়ে 
দেখলাম পৃথিবীর আলো। 

জন্মে আমি বুঝতে পারলাম 
মা যে আমার কত ভালো। 

সেদিন থেকে একটু করে 
আজকের বড়ো হয়ে ওঠা। 

আজ যেন আমি এক নারী 
সেদিনের সেই ছোট্ট মেয়েটা। 

আমার ভালোলাগার মাঝে 
অনেক এসেছে মানুষ। 

তবুও যেন একটি মানুষের অবদানে 
আজ আমি এক পরিণত মানুষ। 

ভালোলাগা গুলো যেন এখনকার 
সব একটা Infatuation.

But I think that 
is not my mind's Satisfaction.





Comments

Popular posts from this blog

I'm in Love Now

Welcome to Rishitation

Good Night Message