Posts

তু্ই

চাই না আমি টাকা পয়সা চাই শুধু সঙ্গ   তোর| এ জীবনের প্রথম প্রেম তু্ই হতে চাইও একমাত্র তোর|

তোমার ভালোবাসায়

Image
  সব কিছু পাওয়ার মাঝে তোমাকে চাওয়া-পাওয়া রইবে তুমি আমার পছন্দে। সে পছন্দ যেন একটা সোনালী সকালের ঊষা উঁকি মারছে আমার মনে।। শুন্য থেকে শূন্যতর এ হেন জীবনটা আমার পড়লো এসে তোমার ছায়ায়। এই মোর বিদীর্ণ হিয়া সব সময় কাছে পায় যেন নিজেকে তোমার ভালোবাসায়।।

বন্ধুত্বের বৃষ্টি

Image
  বৃষ্টির একটা ফোটায় ভেসে  তোমার ওই হাসি ভরা মুখটা  অনুভব করতে পারি শ্রাবনের ধারায়  তোমার চাওয়া পাওয়ার মুহূর্তটা বৃষ্টির একটা ফোঁটা যেন হঠাৎ করে  মনে পড়ে কিছু হারানো স্মৃতি |  নয় কোনো জমানো মনের রাগ  হতেও পারে তোমার উপর অভিমানের স্মৃতি। By Riyashi

এই তুমি

Image
 প্রথম থেকেই মনে রেখে ছিলে তুমি এই ভাবে কত দিনই বা চলবে আমার বাবার কড়াকড়ি কে জানে কত দিন কত বছরই বাহ্ মানতে হবে সেই ভাবেই চোদ্দটা বছর  গেলো  কেটে  মাঝে মাঝে মনে হয় এই তো দেখা হলো তার সাথে By Riyashi follow for more on the link below https://www.facebook.com/riyashi?mibextid=ZbWKwL

আমার পুরুষ

  আমার পুরুষ ! এই যে পুরুষ! তুমি এখন হয়েছ যে স্বামী। ফেলে গেছো আমায়, রাত্রের ফাকা মশারীটাও বোঝে কেন চোখের জল আর ফেলি না আমি।। তুমি যে আমার পুরুষ! নেই তোমার বীর্য’এর অহংকার তুমি যে দৃঢ় প্রতিজ্ঞ নিজের সত্ত্বার ছন্দে। তোমাব ব্যবহারে, কাজে , তুমি যে পুরুষ !আর দিনের শেষে ক্লান্তি, খুঁজো আমার গায়ের গন্ধে।। তোমার পৌরুষেই লাগে আমার মেহেন্দি হাতে। তুমি বিনা কান্না, মুছছি ভেজা বালিশটাতে।। পুরুষ তুমি প্রেমিক থাকতে, পারি দাওনি বিদেশে। পুরুষ, এখন তুমি স্বামী! তাহলে বিদেশ পারি, দিলে কি হিসাবে??? পুরুষ তুমি যে নিজেই জান না – “তুমি আমার জীবনে, বেঁচে থাকার অক্সিজেন"। আমাদের ভালোবাসায় ঘুণ ধরাবে, এমন সাধ্য কার??? তোমার মনে আমিই শ্রেষ্ঠ,শুধু যে আমারই রাজত্ব। তুমি যে নও শুধু আমার, সাহবাসের অংশীদার।। তোমারই প্রেমে আমি নষ্ট করেছি নিজেকে তুমি যে এই নারীর গর্ব, তার বিশ্বাস অটুট রাখার চাবিকাঠি।। প্রতিদিন একটু করে গড়ছি, নিজেকে তোমারই ভালোবাসায় তোমার বুকে দেখবো বলে নিজেরই নতুন প্রতিছবি।। ভালো থেকো পুরুষ তুমি, আজ তোমার জন্মদিবস সদ্য বিবাহিতা আমিটা কিছুতেই তোমায় ছাড়তে চায়নি। আছি যে আমি তোমার, বুকের ওই বাঁ...

Quotes

Image
Sometimes a GOOD FATHER can not be a Good Friend , but if a HUSBAND tries to try, he should be A good FRIEND , a good HUSBAND , and a good FATHER

বিরোহিত আমি

Image
বিরোহিত আমি   মন যে কেন উতলা, আজ  তোমাকেই পেতে চায়।   তোমার থেকে দূরে যেতে তাই  মনটা আমার ভয় পায়।   সব কষ্ট বুকে রেখে  কাজ করে যেতে হয়।   জীবনের যা চাওয়া-পাওয়া  চাইলেই কি পূর্ণ হয়।   তোকে ছাড়া একা একা  দিন যে আর কাটে না।   চায় মন তোকে অনেক কাছে  তবু কাছে আর পায় না।   কত রাত জেগে শুয়ে এক এক  রাত কেটে ভোর বিছানাতে।   সকালে উঠে আবার সেই কাজ  তবু নতুন একটা আসা মনেতে।